স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক তামিম ইকবাল। এবার তামিমকে ছুঁয়ে ফেলার সুযোগ পেয়েছিলেন মুশফিক।
কারণ চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে খেলছেন না তামিম। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাট করে তামিমকে পেছনে ফেলার ইঙ্গিত দিচ্ছিলেন মুশফিক।
কিন্তু সেটা আর হলো না। নার্ভাস নাইনটিতে আউট হয়ে তামিমকে টপকানো হলো না তার। তাও কিনা মাত্র ১ রানের জন্য।
৬৪ টেস্টে ১২৩ ইনিংস খেলে তামিম ইকবালের সংগ্রহ ৪৭৮৮ রান। আর তামিম থেকে ৯২ রান কম নিয়ে মুশফিক নেমেছিলেন চট্টগ্রাম টেস্টে।
কিন্তু আগের দিন ৮২ রান নিয়ে শুরু করা মুশফিক থামলেন ৯১ রানে। হাসান আলির জায়গায় আক্রমণে এসে মুশফিককে কট বিহাইন্ড করে থামান ফাহিম আশরাফ।
আম্পায়ার আউট দিলে রিভিউ নেন এই মিডল অর্ডার ব্যাটার। রিভিউয়ে হারেন মুশফিক। আম্পায়ার আউট দেওয়ায় ফিরে যেতে হয় তাকে।
স্রেফ ১ রানের জন্য টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডে তামিমের পাশে বসতে পারলেন না মি. ডিপেন্ডেবল।
২২৫ বল খেলে ১১ চারে ৯১ রান করে সাজঘরে ফিরলেন মুশফিক। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতেই তামিমকে ছাড়িয়ে যাবেন তিনি।
এর আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই প্রথম দিনের শতক করা লিটন দাসকে হারায় বাংলাদেশ। এতে ২০৪ রানের বিশাল জুটি ভাঙে লিটন-মুশফিকের। লিটনকে এলবিডব্লিউ করেন হাসান আলি। এরপর ব্যাটিংয়ে নেমে ৪ রানে সাজঘরে ফেরে টেস্টে অভিষেক হওয়া ইয়াসির আলি। তবে এক প্রান্ত ধরে খেলতে থাকেন বিশ্বকাপে সমালোচনায় পরা মুশফিকুর রহিম। তবে নিজের শতক পূরণ করার আগেই সাজঘরে ফেরেন মুশফিক।
এদিকে পাকিস্তানের হয়ে দিনের শুরুটা দারুণ করেন হাসান আলি। প্রথম দুই উইকেটের দুটিই তুলে নেন তিনি। প্রথমে লিটনকে এলবিডব্লিউ করেন। এরপর ইয়াসার আলিকে বোল্ড করেন। দ্বিতীয় দিনের শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছে মেহেদী এবং তাইজুল।
পাকিস্তানের বিপক্ষে শুক্রবার (২৬ নভেম্বর) প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫৩ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। সেঞ্চুরির আক্ষেপ রেখে ক্রিজ ছাড়েন মুশফিকুর রহিম। লিটন শতক হাঁকালেও দিন শেষে ১৯০ বলে ৮২ রান নিয়ে অপরাজিত ছিলেন মুশি। দিনশেষে বাংলাদেশ উইকেট হারায় ৪টি।
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার দলের অধিনায়ক মুমিনুল হক। তবে অধিনায়কের সেই সিদ্ধান্তের ফায়দা উঠাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। উল্টো মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ভরাডুবির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ।
তবে সেখান থেকে দলের হাল ধরেন লিটন আর মুশফিক। তাদের অপরাজিত ২০৪ রানের জুটির ওপর ভর করে প্রথম দিনটা নিজেদের করে নেয় বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।