ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনে এবার নাম দিয়েছেন আইপিএলের নিলামে। ২০ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন কিছুদিন আগে। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৪ সালে। ক্যারিয়ার শেষের পর জিমির আইপিএল নিলামে নাম দেওয়ায় ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।
‘ফারুক যুগেও’ গোপন রইল বিপিএল সম্প্রচার স্বত্বের টাকার অংক‘ফারুক যুগেও’ গোপন রইল বিপিএল সম্প্রচার স্বত্বের টাকার অংক
দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে টি-টোয়েন্টিকে কোনোদিনই সেভাবে গুরুত্ব দেননি অ্যান্ডারসন। দেশের হয়ে মাত্র ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন। তার মধ্যে শেষ ম্যাচ খেলেছেন ২০০৯ সালে। পরের বছর ঘরোয়া লিগ ‘ভাইটালিটি ব্লাস্ট’-এ শেষ স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন। তারপর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে তাকে আর দেখা যায়নি।
রোনালদোর ৯০৮ নম্বর গোল, আল নাসরের মধুর প্রতিশোধরোনালদোর ৯০৮ নম্বর গোল, আল নাসরের মধুর প্রতিশোধ
এত বছর পর জিমি কেন আইপিএলে নিলামে নাম দিলেন- সেটা নিয়ে জল্পনা চলছে। ক্রিকেটের বাকি দুই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর এখন আর চাপ নেই। অনেকের ধারণা, এ কারণেই হয়তো তিনি জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে একবার খেলতে চান। তবে আইপিএলের প্রথা অনুযায়ী, অ্যান্ডারসনের দল পাওয়া খুবই কঠিন। তার বেস প্রাইস ১.২৫ কোটি রুপি।
অন্যদিকে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস নিলাম থেকে নাম প্রত্যাহার করেছেন। ফলে পরের বছর তো বটেই, তার পরের বছরও আইপিএল খেলতে পারবেন না স্টোকস। কারণ বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার মেগা নিলামে নাম অন্তর্ভূক্ত না করালে মিনি নিলামেও নাম দিতে পারবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।