আন্তর্জাতিক ডেস্ক: ঝামেলা, অশান্তি বা মারামারির বালাই নেই। ফলে পুলিশে কোনো অভিযোগও দায়ের হয়নি কারো বিরুদ্ধে। একবিংশ শতাব্দীতেও এমনই একটি ‘শান্তিপূর্ণ’ গ্রাম আছে ভারতে।
যেখানে প্রতিনিয়ত হিংসা, হানাহানি, খুনোখুনির মতো ঘটনা দেশটির বিভিন্ন প্রান্তে বাড়ছে, সেখানেই অনন্য নজির সৃষ্টি করেছে বিহারের গয়া জেলার বনকট গ্রাম।
দাবি করা হচ্ছে, ১০৮ বছর ধরে এই গ্রামে কারো বিরুদ্ধে বা কোনো ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়নি। এমনকি দায়ের হয়নি একটি মামলাও।
১৯১৪ সালে বনকট গ্রামের সৃষ্টি। বর্তমানে ২৫০ জন লোকের বাস ওই গ্রামে। সারাগ্রাম পুরোপুরি অপরাধমুক্ত বলেই দাবি স্থানীয়দের। ছোটখাটো লড়াই বা ঝামেলা যে হয় না, এমনটা নয়। হলেও তা পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ থাকে। সেখানেই সব কিছু মিটিয়ে নেওয়া হয়। থানা পুলিশের দুয়ার পর্যন্ত সেই ঝামেলা গড়ায় না।
সূত্র : এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।