
শর্তসাপেক্ষে দেশের ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্তির অনুমোদন দিয়েছে সরকার। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাদরাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক।
তিনি জানান, “আমরা এমপিওভুক্তির জন্য আবেদন করা ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিলাম। প্রধান উপদেষ্টা শর্তসাপেক্ষে সেগুলো এমপিওভুক্তির অনুমোদন দিয়েছেন।”
তিনি আরও বলেন, “যেসব প্রতিষ্ঠান চলতি বছর জারি করা এমপিও নীতিমালার শর্ত পূরণ করেছে, শুধুমাত্র সেগুলোই এমপিওভুক্ত করা হবে। প্রক্রিয়াগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত তা বাস্তবায়ন করা হবে।”
মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা তিন হাজার টাকা করে অনুদান পান।
এর বাইরে দেশে আরও ৫ হাজার ৯৩২টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে, যেগুলো এখনো সরকারি কোনো অনুদান বা এমপিও সুবিধা পায় না।
গত ১৩ অক্টোবর থেকে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ৫ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। শিক্ষকদের আন্দোলনের মধ্যেই এমন সিদ্ধান্ত নিল সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



