জুমবাংলা ডেস্ক : জয়পুরহাটে ১ হাজার বছরের পুরনো চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার করেছে র্যাব। যার মুল্য ১২ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব। শনিবার দুপুরে সদর উপজেলার ভাদশা গুচ্ছগ্রাম এলাকার একটি পুকুর থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ক্যাম্পের একটি দল সদর উপজেলায় ভাদশা গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় ওই গ্রামের সাইদুল মিলিটারীর খননকৃত একটি পুকুর থেকে প্রায় ১০০০ বৎসরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখী শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক এ নিদর্শনটি পরবর্তীতে মহাপরিচালকের দপ্তরে গ্রহণ করার জন্য একটি দল প্রেরণ করা হবে মর্মে মৌখিকভাবে জানানো হলে প্রাথমিকভাবে নিদর্শনটি জিডিমূলে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।