জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের সদরপুরে নোটারি পাবলিকের মাধ্যমে ১২ বছরের এক কিশোরীকে বিয়ে করেছেন ৬০ বছরের এক বৃদ্ধ। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাল্যবিয়ে আয়োজনের দায়ে ওই বৃদ্ধ, কিশোরীর মা, নানা ও নানিকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করেছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতররশি গ্রামে ওই কিশোরীর বাড়িতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএরও) পূরবী গোলদার। আদালত বাল্যবিবাহের দায়ে বৃদ্ধ মোহাম্মদ ফকিরকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া আদালত কিশোরীর মাকে ছয় মাস ও নানা-নানিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বৃদ্ধ মোহাম্মদ ফকির সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের বাসিন্দা। ওই কিশোরী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর গোপনে নোটারি পাবলিক এর মাধ্যমে ওই বৃদ্ধের সাথে বিয়ে হয় ওই কিশোরীর। এ ব্যাপারে মেয়ের বাবা বাধা দিলে তার স্ত্রী গোপনে এ বিয়ে সম্পন্ন করেন কিশোরীর নানা ও নানির সহায়তায়। গত শুক্রবার রাতে নতুন জামাই হিসেবে মোহাম্মদ ফকির কিশোরীর বাড়িতে গেলে মেয়ের অন্যান্য স্বজন ও প্রতিবেশীরা তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে খবর দেন।
ঘটনা খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সদরপুর উপজেলার ইউএনও পূরবী গোলদার তাৎক্ষণিক মেয়ের বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মোহাম্মদ ফকির, মেয়ের মা ফাতেমা বেগম, বিয়ের সাথে জড়িত থাকায় মেয়ের নানা ও নানিকে আটক করেন। পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও পূরবী গোলদার বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর বিভিন্ন ধারায় এ শাস্তি দেওয়া হয়। আদালত শেষে দণ্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।