স্পোর্টস ডেস্ক: স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেই সেঞ্চুরিয়ন টেস্টে দাপুটে জয় পায় ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে ভারত।
জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় ভারত। ওপেনিংয়ে অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন মায়াঙ্ক আগারওয়াল।
এরপর মাত্র ১৩ রানে ৩ উইকেট হারায় ভারত। ৩৭ বলে ৫টি চারের সাহায্যে ২৬ রান করে আউট হন মায়াঙ্ক। সেঞ্চুরিয়ন টেস্টে ০ ও ১৬ রানে আউট হওয়া চেতেশ্বর পুজারা ফেরেন মাত্র ৩ রান করে। গোল্ডেন ডাক মারেন আজিঙ্কা রাহানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫৪ ওবারে ৬ উইকেটে ১৫৬ রান।
এই ম্যাচে পিঠের ব্যথার কারণে খেলছেন না ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তার জায়গায় ভারতকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল।
তিন ম্যাচের সিরিজের এই টেস্টটি জিততে পারলেই ভারতীয় ক্রিকেট দল ইতিহাস গড়ে ফেলবে। এই প্রথমবার তারা দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিতবে। এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে তারা টেস্ট সিরিজ জয় করতে পারেনি। এবার কি তারা ইতিহাস লিখতে পারবে? সেটা সময়ই বলে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।