জুমবাংলা ডেস্ক : ১৫ অতিরিক্ত সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করেছে সরকার।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবলায়ের স্বপন কুমার বড়াল, ভূমি আপিল বোর্ডের সদস্য সৈয়দ মো. তাজুল ইসলাম, তথ্য কমিশনের সচিব জিএম আব্দুল কাদের, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (কুমিল্লা বার্ড) ডিজি মো. শাহজাহান, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবলায়ের খোদেজা আক্তার খানম, নাসিং মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি রাশেদা আখতার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিডা বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্টের প্রকল্প পরিচালক আবুল হাসান মো. লতিফুল কবীর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি কে এম রুহুল আমিন, খাদ্য কমিশন পরিকল্পনা ও পরিধান ইউনিটের ডিজি মো. শহীদুজ্জামান ফারুকী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমেদ শামীম আল রাজী, হাইড্রো কার্বন ইউনিটের ডিজি আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিআইডব্লিউটিএর সদস্য আব্দুস সাত্তার শেখ, ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন প্রজেক্টের প্রকল্প পরিচালক খোরশেদ আলম চৌধুরী এবং বাংলাদেশ টেলিভিশনের ডিজি মো. সোহরাব হোসেন।
১২ দলীয় জোটের সম্মিলিত শক্তি একটা ওয়ার্ড আ. লীগের চেয়েও কম: তথ্যমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।