জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আকাশপথের পর বাংলাদেশের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ স্থগিত করেছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু আজ শুক্রবার জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত দুই দেশের অভ্যন্তরীণ বাস ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা অনিল মালিক জানান, ইন্দো-বাংলাদেশ সীমান্তে যাত্রীবাহী বাস ও ট্রেন চলাচল আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ইন্দো-নেপাল চারটি সীমান্তে যাত্রী চলাচল সচল থাকবে। ভুটান ও নেপালের নাগরিকদের বিনা ভিসায় ভারতে প্রবেশের সুযোগ অব্যাহত থাকবে।
আজ ভারতের মহারাষ্ট্রে আরও তিন জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮১ জনে পৌঁছেছে। গতকাল দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত একজন মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।