স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে ১৫ কোটি ২৫ লাখ রুপিতে ঈশান কিষানকে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই বিশাল অর্থ নয়, বরং এই মুহূর্তে ভারতীয় জাতীয় দলে জায়গা পাকা করে নেওয়াই ঈশানের মূল ভাবনা। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ, অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করার সুযোগ পেয়েছেন ঈশান।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ঈশান কিষান বলেন, ‘আইপিএল বড় মঞ্চ।
মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলে জায়গা করে নেওয়ার জন্য অবশ্যই গর্বিত আমি। তবে নিলাম নিয়ে যা হওয়ার হয়ে গিয়েছে। সেই নিলামের পরেই রাহুল স্যারের সঙ্গে আলোচনা করেছিলাম। উনি মাথা ঠাণ্ডা রেখে এগিয়ে যেতে বলেছেন। আমি সেই কথা মেনেই এগিয়ে যাচ্ছি। তাই আমার লক্ষ্য জাতীয় দলে জায়গা পাকা করে নেওয়া। ’
ছোটবেলা থেকে কলকাতার ইডেন গার্ডেনে খেলেছেন। তাই এই মাঠ ঈশানের হাতের তালুর মতো চেনা। এর মধ্যে আবার ওপেন করার সুযোগ পেয়েছেন তিনি। এই সুযোগকে কাজে লাগাতে চাইছেন ঈশান।
এই বাঁহাতি ব্যাটার আরো বলেন, ‘জাতীয় দলের হয়ে ওপেন করতে পারছি এটা আমার কাছে খুবই বড় সুযোগ। টিম ম্যানেজমেন্ট যেভাবে চাইবে সেভাবে নিজেকে তুলে ধরবো। এই মাঠ বড় হলেও এখানে অনেক বছর ধরে খেলেছি। তাই ছয় মারতে কোনো অসুবিধা হবে না। ’
বাবা মুচি, মা চুড়ি বিক্রেতা, টেনিস বলে খেলা এই ক্রিকেটারের জীবন বদলে দিলেন শাহরুখ খান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।