জুমবাংলা ডেস্ক : সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও চালু হয়নি সিলেট-আখাউড়া রোটে রেল যোগাযোগ। লাইনচ্যুত হয়ে পড়ে যাওয়া ১০টি বগির মধ্যে আজ শুক্রবার ভোরে একটি বগি অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও ছিটকে পড়া ৯টি বগি উদ্ধারে কাজ করছে ৬টি সংস্থা।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার কাজ করতে দেখা যায়। তবে রাতের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) সাদেকুর রহমান। এ দুর্ঘটনায় মাটি ও পানিতে ভেসে গেল দু’লক্ষাধিক লিটার জ্বালানি তল।
জানা যায়, চট্টগ্রাম থেকে ৯৫১ নম্বর তেলবাহী ট্রেন ১০টি বগি নিয়ে সিলেটের উদ্দেশে আসছিল। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশনের দক্ষিণে কায়স্থগ্রাম এলাকার গুতিগাঁওয়ে ১০টি তেলের বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এ ঘটনায় মাইজগাঁও স্টেশনে আটকা পড়ে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন।
স্থানীয় বাসিন্দা সমসু মিয়া জানান, বিকট শব্দে বাড়ি থেকে বের হয়ে দেখেন তেলবাহী ট্রেন পড়ে আছে। তখন তিনি পরিচিত একজনকে ফোনে মাইজগাঁও স্টেশন মাস্টারকে বিষয়টি জানাতে বলেন। এ সময় ৫টি বগি থেকে তেল মাটিতে পড়তে থাকে, এমনকি পার্শ্ববর্তী ডোবা নালায় ভাসতে থাকে তেল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দেয় অগ্নীকাণ্ডের। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড ঠেকাতে মানুষের নিরাপত্তার জন্য এলাকার মসজিদে মাইকিং করান স্থানীয়রা।
তাৎক্ষণিক খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। মাইজগাঁও স্টেশনের কর্তব্যরত মাস্টার পার্থ তালুকদার জানন, মাইজগাঁও স্টেশনে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন আটকা পড়ায় জনরোষে পড়েতে হয় তাকে। পরে ট্রেনটি পুণরায় সিলেটে ফিরিয়ে নেওয়া হয়।
এদিকে লাইনচ্যুত হওয়া বগিগুলোর মধ্যে পাঁচটি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয়রা। দুর্ঘটনার পর থেকে শুক্রবার সারা দিন তেল সংগ্রহ করতে থাকতে দেখা যায় স্থানীয়দের।
এদিকে তেলবাহী ট্রেন দুর্ঘটনার কারণ জানতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মো. খাইরুল কবিরকে প্রধান করে এ তদন্ত কমিটি কমিটি গঠন করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিআরএম সাদেকুর রহমান। তিনি জানান, আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। তবে লাইনচ্যুতকৃত বগি উদ্ধারকাজ শেষ হলেই তদন্ত কমিটি কাজ শুরু করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।