স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত সুসংবাদ শুনলো আফগানিস্তান। চট্টগ্রাম টেস্টের শেষ দিনের খেলা আরেকবার শুরু হচ্ছে। শেষ বিকালে মাঠ যখন প্রস্তুত হলো তখন হাতে সময় তেমন নেই। আম্পায়াররা জানালেন ১ ঘন্টা ১০ মিনিট খেলা হবে। ওভারের হিসেবে অন্তত ১৮.৩ ওভার খেলা হতে হবে।
আম্পায়ারদের নির্ধারিত সময় অনুযায়ী বিকাল ৪টা ২০ মিনিটে খেলা শুরু হয়। চলবে ৫টা ৩০ মিনিট পর্যন্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৫৭ রান।
চট্টগ্রাম টেস্ট বাঁচাতে এই ১ ঘন্টা ১০ মিনিটে খেলতে নেমেছে বাংলাদেশ। আর আফগানিস্তান নেমেছে ম্যাচ জিততে। জেতার জন্য তাদের এই সময়ের মধ্যে বাংলাদেশের বাকি ৩ উইকেট শিকার করতে হবে। আর ম্যাচ জয় থেকে বাংলাদেশ অনেক অনেক দুরে। চাই আরো ২৪৬ রান। মাত্র ১৮.৩ ওভারে সেই রান তাড়ার পথে নামার মতো ‘আত্মহত্যার’ পথে নিশ্চয়ই হাঁটবে না বাংলাদেশ।
শেষ বিকালের ১১১ বল কি ঠেকিয়ে দিতে পারবে বাংলাদেশ?
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ৩৪২/১০ (১১৭ ওভারে, রহমত শাহ ১০২, আসগর আফগান ৯২, আফসার ৪১, রশিদ খান ৫১, তাইজুল ৪/১১৬) ও ২৬০/১০ (৯০.১ ওভারে। বাংলাদেশ ২০৫/১০ ও ১৩৬/৬ ( ৯০.১ ওভারে, ইব্রাহিম জাদরান ৮৭, আসগর আফগান ৫০, আফসার ৪৮, রশিদ খান ২৪, সাকিব ৩/৫৮) বাংলাদেশ ২০৫/১০ (৭০.৪ ওভারে, লিটন ৩৩, মমিনুল ৫২, মোসাদ্দেক ৪৮*, রশিদ খান ৫/৫৫, নবী ৩/৫৬) ও ১৪৩/৭ (৪৯ ওভারে)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।