জুমবাংলা ডেস্ক : সরকারের কোষাগারে ১ টাকা করে জমা দিয়ে সরকারি চাকরি পেয়েছেন পিরোজপুরের দুই পরিচ্ছন্নতা কর্মী।
বুধবার (২৯ জুলাই) দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ওই দুই কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা ছিদ্দিকী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা।
চাকরিপ্রাপ্তরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তর শিকারপুর এলাকার মৃত মো. মন্নান হাওলাদারের ছেলে মো. আল-আমিন হাওলাদার এবং সদর উপজেলার উত্তর কৃষ্ণনগর এলাকার মো. ছিদ্দিকুর রহমানের মো. মনিরুল ইসলাম।
এ প্রসঙ্গে, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, পিরোজপুর জেলা সার্কিট হাউজে পরিচ্ছন্নতা কর্মী ও মালী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন। সেখানে আবেদন করেন ২০জন। তাদের মধ্য থেকে পরিচ্ছন্নতা কর্মী পদে মো. আল-আমিন হাওলাদার ও মালি পদে মো. মনিরুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। তারা দুইজনই দরিদ্র পরিবারের সন্তান। প্রত্যেকেই ৫০ টাকা করে সরকারি কোষাগারে জমা দিয়ে চাকরির জন্য আবেদন করেছিলেন। তবে, নিয়োগপত্র দেয়ার সময় উপহার হিসেবে তাদের ৪৯ টাকা করে ফেরত দেয়া হয়।
নিয়োগপ্রাপ্ত মো. আল-আমিন হাওলাদার বলেন, জেলা প্রশাসক আমাদের আবার ফুলের তোড়া, মিষ্টি ও পরিবারের সদস্যদের জন্য নতুন কাপড় উপহার দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।