বিনোদন ডেস্ক: গত দুই আড়াই বছরে নিজের ওজন কমানো-বাড়ানোর যে সফর, সেই গল্প শোনালেন টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি পোস্ট করে সেই সফরের গল্প জানান অভিনেত্রী।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা, ইনস্টাগ্রামে এক পোস্টে ঋতাভরী লেখেন, ‘‘গতকাল আমার সিনেমার গান ‘জানি অকারণ’ মুক্তি পেয়েছে। এটি ‘ফাটাফাটি’ সিনেমার গান। আর এই প্রথমবার আমি একটি বিশাল বড় শারীরিক বদলের মধ্যে দিয়ে গেলাম।’’
অভিনেত্রী লেখেন, ‘‘আমার সার্জারির পর (প্রসঙ্গত ২০২১ সালে তার একটি সার্জারি হয়) আমার প্রায় ৭ কিলো ওজন বেড়ে গিয়েছিল। আমি দীর্ঘ ৬ মাস শয্যাশায়ী ছিলাম। এরপর দুটো সিনেমার কাজ আসে। আমাকে আবার আগের চেহারায় ফিরতে হয়। তখন আবার ওজন কমাই। এরপর ‘ফাটাফাটি’র অফার আসে আমার কাছে। আর এই স্ক্রিপ্ট সব কিছু পাল্টে দেয়।’’
‘ফাটাফাটি’ সিনেমাটির জন্য নিজের শারীরিক এই পরিবর্তনের কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমি যখন স্ক্রিপ্ট শুনি, বুঝে গিয়েছিলাম যে আমায় এই চরিত্রের জন্য ১৫-২০ কেজি ওজন বাড়াতে হবে। এই ডাবল এক্সএল মডেলের চরিত্রে অভিনয় করার জন্য আবার ওজন বাড়াতে হবে। আমাকে অন্যান্য সব সিনেমার অফার হারাতে হবে, ততদিন পর্যন্ত যতক্ষণ না এই সিনেমার পর আমি আবার ওজন কমাচ্ছি। কিন্তু কিছু গল্প থাকে যার জন্য এত কষ্ট করা যায়।’
অভিনেত্রী তার এই পোস্টে বডি শেমিং নিয়েও সরব। তিনি বলেন, ‘আমি সবসময় বডি শেমিংয়ের বিপক্ষে ছিলাম। আর আমি সেই সব পুরুষ বা নারীদের হয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমার সার্জারির পরও আমাকে এই ধরনের নানা কথা শুনতে হয়েছে।’
সবশেষ যে সিনেমাটি জন্যে নিজের এতো পরিবর্তন সেই সিনেমার দেখার আহবান জানিয়ে তিনি লেখেন, ‘আমি আশা করছি আপনারা সবাই ১২ মে হলে গিয়ে সিনেমাটি দেখবেন। তখন আমার এই কষ্ট, এই সফর সার্থক হবে। আমি যেহেতু স্মল, এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ, ডাবল এক্সএল সব ধরনের শেপে ছিলাম সেহেতু জানি শেষ পর্যন্ত যেটা ম্যাটার করে সেটা হল লুকস। শরীর তো কেবল বাইরেরটুকু। আমি যে ঋতাভরী ছিলাম সেই ঋতাভরীই আছি। আপনি কীভাবে আমাকে দেখছেন সেটা আমায় ডিফাইন করে না।’
View this post on Instagram
ঋতাভরীর এই পোস্টে মন্তব্যে অনেকেই বাহবা দিয়েছেন তাকে। অভিনেত্রী মধুমিতা সরকার লেখেন, ‘তুমি একজন অনুপ্রেরণা।‘ এক নেটিজেন লেখেন, ‘তোমার এই চরিত্রের জন্য ১৫-২০ কেজি বাড়ানোর সিদ্ধান্তটাই বলে দিচ্ছে এটার জন্য তুমি কতটা প্যাশনেট ছিলে। আরও ভালো কাজ করো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।