২০ গিগাওয়াটের ৫টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ২০৪১ সালের মধ্যে ২০ গিগাওয়াট (জিডব্লিউ) বিদ্যুৎ উৎপাদনের জন্য ইরান পাঁচটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে।

মঙ্গলবার পারমাণবিক সুবিধার উন্নয়নে একটি ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার এই তথ্য জানান। এসময় তিনি এই প্রকল্পের জন্য একটি অর্থায়ন মডেল নির্ধারণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সরকারের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পটি প্রযুক্তি হস্তান্তর এবং প্রযুক্তিগত জ্ঞানকে উন্নত করে দেশকে সামনের দিকে ধাবিত করবে। ফলে আমরা নির্মাণ এবং প্রকৌশলের সকল পর্যায়ে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যেতে পাররবা’, বলেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি। তিনি বলেন, এ পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য পাঁচটি স্থান নির্দিষ্ট করা হয়েছে। সূত্র: মেহর নিউজ।