জুমবাংলা ডেস্ক : নওগাঁর সাপাহারে রাধা-কৃষ্ণের একটি যুগল মূর্তি উদ্ধার করা হয়েছে। এর মূল্য বর্তমান বাজারে প্রায় ২০ লাখ টাকা। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার বড় মির্জাপুর গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে থানা পুলিশ।
সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বড় মির্জাপুর গ্রামের চৌধুরী মণ্ডলের ছেলে আব্দুল বারী তার বসতবাড়ির পাশে ভেকু মেশিন দিয়ে পুকুরে মাটি কাটছিলেন। এ সময় ১৪ কেজি ওজনের রাধা-কৃষ্ণের যুগলবন্দী একটি ভাঙা পাথরের কালো মূর্তি পান তারা।
পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে মূর্তিটি উদ্ধার করে। পাথরের কালো মূর্তিটির মূল্য আনুমানিক ২০ লাখ টাকা বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে।
পাথরের মূর্তিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি তারেকুর রহমান সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।