জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের হিলি বন্দরে পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ টাকা কেজি দরে। ভারত থেকে আমদানি বাড়ায় ও ডলারের দাম কমতে শুরু করায় কমে যাচ্ছে পেঁয়াজের দাম।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় হিলি বন্দর বাজার ঘুরে জানা যায়, গত দুই দিনের ব্যবধানে ৬ থেকে ৮ টাকা কমেছে কেজিপ্রতি পেঁয়াজের দাম। প্রকার ভেদে ৩০ টাকার ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৪ টাকা কেজি দরে।
হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতা-বিক্রেতারা। বাজারে পেঁয়াজ কিনতে আসা আশিকুর রহমান বলেন, দুইদিন আগে ৩০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ নিয়েছিলাম। আজ ২৪ টাকা কেজি দরে কিনলাম। আর একটু দাম কমলে ভাল হতো।
হিলি বাজারে পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, পেঁয়াজ আমদানি বেড়েছে তবে বেচাবিক্রি বর্তমানে অনেক কম। এছাড়াও ডলারের দাম কমের দিকে তাই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি চলমান রয়েছে। ডলারের মূল্য কমতে শুরু করেছে, আশা করি ২০ টাকা কেজিতেও পেঁয়াজ পাওয়া যাবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel