স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে বাজেভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ক্যারিয়ারের সায়াহ্নে এসে রোনালদো চাননি চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিজেকে বঞ্চিত রাখতে। তাই দল বদলের মৌসুমে ওল্ড ট্রাফোর্ড ছাড়ার জন্য কম চেষ্টা করেননি রোনালদো।
কিন্তু একাধিক জায়ান্ট ক্লাবের সঙ্গে যোগাযোগ করেও কোনো সম্ভাবনার দুয়ার খুলতে পারেননি তার প্রতিনিধি। ফলে ইউরোপ ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ প্রতিযোগিতা ছেড়ে শেষ পর্যন্ত তাকে ম্যানইউর হয়ে খেলতে হচ্ছে ইউরোপা লিগে।
এদিকে ক্লাবে নিজের অবস্থানও অনেকটা হারিয়ে বসেছেন রোনালদো। নতুন কোচ এরিক টেন হ্যাগের অধীনে তাকে বেশির ভাগ সময় কাটাতে হয় সাইড বেঞ্চে বসে। ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে নামানো হয় বদলি হিসেবে। অথচ গত মৌসুমেও রেড ডেভিলদের হয়ে সেরা গোলস্কোরার ছিলেন রোনালদো। পর্তুগিজ তারকা ম্যানইউতে বঞ্চিত, এ সুযোগে তাই অনেক অখ্যাত ক্লাব টাকার বস্তা নিয়ে তাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে।
তুরস্কের একটি ক্লাব সপ্তাহখানেক আগে দাবি করে, রোনালদোর সঙ্গে তারা চুক্তি করার পথে। সে বিষয়ে অবশ্য পর্তুগিজ তারকা থেকে কোনো বার্তা পাওয়া যায়নি। তবে তিনি যে ম্যানইউ ছেড়ে কোথাও যাচ্ছেন না সেটা ম্যানচেস্টার ইউনাইটেড নিউজের বরাত দিয়ে নিশ্চিত করেছে মার্কা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশ্বের সর্বোচ্চ দামি খেলোয়াড় প্রস্তাব পেয়েও, রোনালদো সৌদি ক্লাব আল হিলালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সৌদি ক্লাবটি মৌসুমে পর্তুগিজ তারকাকে দুই মৌসুমের জন্য ২৪২ ইউরো খরচে দলে টানতে চেয়েছিল। যা কিনা দল বদলের বাজারে নতুন রেকর্ড গড়তে পারত। এর আগে ২২২ মিলিয়ন ইউরো খরচে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টেনেছিল পিএসজি। খেলোয়াড় কেনাবেচায় যেটি এখনো সর্বোচ্চ দামের রেকর্ড হয়ে আছে। তবে রোনালদো এমন লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে ওল্ড ট্রাফোর্ডেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।