জুমবাংলা ডেস্ক: জয়পুরহাটের কালাই উপজেলার ইটাইল গ্রামে ৭ বছরের শিশুকে অপহরণ মামলায় ৩২ বছর পর আব্দুল মতিন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২১ জুন) বিকেলে বগুড়ার শাজাহানপুর থানার জালশুকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ওই গ্রামের মৃত আব্দুল মালেক মণ্ডলের ছেলে আব্দুল মতিন (৬০)।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯৮৯ সালের জুনে শিশু অপহরণ মামলায় আব্দুল মতিন ও সাকামুদ্দিনকে ৭ বছরের কারাদণ্ড দেন আদালত। সাকামুদ্দিন ৭ বছরের সাজা ভোগ করে মারা গেছেন। কিন্তু আব্দুল মতিন পলাতক ছিলেন। নিজ এলাকা থেকে পালিয়ে বগুড়ার শাজাহানপুর থানার জালশুকা এলাকায় বসবাস করছিলেন। সোমবার (২১ জুন) কালাই থানার পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ১৯৮৯ সালের জুনে শিশু অপহরণ মামলার পলাতক আসামি আব্দুল মতিনকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসা হয়। তারপর মঙ্গলবার (২২ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



