৩৬ বছরের স্বর্ণযুগ পার করে হঠাৎ বন্ধ হয়ে যায় ‘লাইফ’

জুমবাংলা ডেস্ক: ফটো সাংবাদিকতার পথিকৃৎ বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘লাইফ’ ম্যাগাজিনকে। এটি ৩৬ বছর ধরে ফটো সাংবাদিকতার এক স্বর্ণযুগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত এই ম্যাগাজিনটি সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিনগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছিল।

‘লাইফ’ এর খবরগুলো ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী খবর। ম্যাগাজিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক, মহাকাশ যুগ থেকে প্রেসিডেন্ট কেনেডি হত্যাকাণ্ড, বিটলস থেকে মোহাম্মদ আলী—ইতিহাসের পাতার প্রতিটা ঘটনা পাঠকের সামনে উপস্থাপন করেছে।

‘লাইফ’ ম্যাগাজিন চালু হয় ১৮৮৩ সালে। শুরুতে হালকা বিনোদন ও হাস্যরসকেন্দ্রিক প্রকাশনা এটি জনপ্রিয়তা পায়। কিন্তু মহামন্দার সময় ম্যাগাজিনটির প্রচার সংখ্যা হ্রাস পেতে শুরু করে। এরপর ১৯৩৬ সালে মার্কিন ব্যবসায়ী হেনরি লুস ম্যাগাজিনটি কিনে নেন। সেই সময় এর আর্থিক মূল্য ছিল ৯২ হাজার ডলার।

হেনরি লুস মূলত ‘লাইফ’ নামটি ব্যবহার করতে চেয়েছিলেন। এবং তিনি সফলও হন। ১৯২৩ সালে ‘টাইম’ এবং ১৯৩০ সালে ‘ফরচুন’ চালু করার পর এটা ছিল হেনরি লুস প্রকাশিত তৃতীয় ম্যাগাজিন। ‘লাইফ’ম্যাগাজিনটি নতুনত্ব পায়। বিশেষ নজর দেন ফটো সাংবাদিকতার ওপর। লুস ম্যাগাজিনটিকে গুরুত্বপূর্ণ সাপ্তাহিক সংবাদ প্রকাশনায় পরিণত করেন।

নতুন ম্যাগাজিনটির ক্ষেত্রে হেনরি লুস আলোকচিত্রকে শব্দের মতোই প্রাধান্য দিয়েছিলেন। জন শ বিলিংস এবং ড্যানিয়েল লংওয়েলের সম্পাদনায় ১৯৩৬ সালের ২৩ নভেম্বর ম্যাগাজিনটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

সেই সময় ম্যাগাজিনটির প্রচ্ছদরচনা ছিল ‘মন্টানার ফোর্ট পেক বাঁধ নির্মাণ’ নিয়ে। যুক্তরাষ্ট্র যখন মহামন্দা কাটিয়ে উঠছে মাত্র আর তখন ম্যাগাজিনটি প্রকাশিত হয়। ফলে দেশটির বেশির ভাগ মধ্যবিত্ত জনগণের কাছে তা সহজে পৌঁছে যায় এবং গ্রহণযোগ্যতাও পায়।

প্রকাশের প্রথম বছরেই ‘লাইফ’- এর সাফল্য ছিল নজরকাড়া। প্রায় রাতারাতি ম্যাগাজিনটি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের জনগণরে এক-চতুর্থাংশের ঘরে ঘরে তখন ‘লাইফ’ ম্যাগাজিন। জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন এর প্রচার সংখ্যা ছিল প্রায় ৮০ লাখ কপি।

যুক্তরাষ্ট্রের প্রথম ‘ফটোগ্রাফিক নিউজ ম্যাগাজিন’ হওয়ায় ফটোসাংবাদিকতার ইতিহাসে ‘লাইফ’-এর ভূমিকা গুরুত্বপূর্ণ। কয়েক দশক ধরে আলোকচিত্রীদের অনেক প্রজন্ম ম্যাগাজিনটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গর্ডন পার্কস, জন ডোমিনিস, জন লোনগার্ড, নিনা লিন, জো রোজেনথাল, মার্গারেট বোর্ক হোয়াইট এবং আলফ্রেড আইজেনস্ট্যাডের মতো তারকা আলোকচিত্রীরা লাইফ ম্যাগাজিনকে বিশেষ একটা স্থানে পৌঁছে দিয়েছেন।

ছবিকেন্দ্রিক ঘটনাগুলো প্রকাশে টেলিভিশন প্রধান মাধ্যম হয়ে উঠলে ম্যাগাজিনটি ক্ষতিগ্রস্ত হয়। ৩৬ বছরের স্বর্ণযুগ পেরিয়ে ১৯৭২ সালে ‘লাইফ’ ম্যাগাজিনের সাপ্তাহিক প্রকাশনা বন্ধ হয়। কিছু দিন ম্যাগাজিনটি অনিয়মিত বিশেষ সংখ্যা হিসেবে প্রকাশ পেতে থাকে।

এরপর ১৯৭৮ সালে এটা একটি মাসিক পত্রিকায় রূপান্তরিত হয় এবং ২০০০ সালে প্রকাশনাটি বন্ধই হয়। বর্তমানে এটা শুধু অনলাইন ম্যাগাজিন হিসেবে চালু আছে।

যার মতবাদ আধুনিক পৃথিবী গড়ে ‍তুলতে প্রভাব রেখেছে