৪ ঘণ্টা সিরিয়ালে থেকে টেস্ট করালাম

কাজী ওয়াজেদ : আশেপাশের সহকর্মীরা সচেতনভাবে চলার পরও তাদের করোনাভাইরাস টেস্টে পজেটিভ আসলো। সেই ভয়ে কোনরূপ উপসর্গ না দেখা দিলেও এবং অনিচ্ছা সত্ত্বেও ৭ জন মিলে গেলাম মিডফোর্ড হাসপাতাল।

স্ত্রী আর সন্তানদের কথা চিন্তা করে প্রায় ৪ ঘণ্টা সিরিয়ালে থেকে অবশেষে টেস্ট করালাম। ঝক্কি ঝামেলা দেখে এক পর্যায়ে না করেই চলে আসতে চেয়েছিলাম। ভাবলাম, এখানের যে অবস্থা টেস্ট করতে গেলে বরং আরও জড়িয়ে আনা হবে। বরং না করা উত্তম।

তারপরও ঝামেলা মনে করেও করলাম। ৭ জনেরই নেগেটিভ রেজাল্ট এসেছে। শরীরটা ফুরফুরে লাগছে। সকল করোনা রোগীর জন্য শুভ কামনা। সকলে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। (ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: ভারপ্রাপ্ত কর্মকর্তা, সূত্রাপুর থানা, ডিএমপি

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *