জুৃমবাংলা ডেস্ক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সোমবার ২০১৯-২০ অর্থবছরে দেশের ৪৫ বিশ্ববিদ্যালয়ের জন্য ৮০৮৮.৪৯ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে। খবর ইউএনবি’র।
এরমধ্যে ৫০৮৯.৪৬ কোটি টাকা অ-উন্নয়ন কর্মকাণ্ড এবং বাকি ২৯৯৯.০৩ কোটি টাকা উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা হবে।
অ-উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সর্বাধিক ৭৬৪.৬৫ কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। আর প্রথমবারের মতো বাজেটের আওতায় আসা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়কে অ-উন্নয়ন কর্মকাণ্ডের জন্য দেয়া হবে সর্বনিম্ন ৩.৬০ কোটি টাকা।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে কমিশনের ১৫৫তম সভায় এ অনুমোদন দেয়া হয়।
এছাড়া বৈঠকে ২০১৯-২০ অর্থবছরে কমিশনের জন্য ৫০.৯৭ কোটি টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে।
সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদিত বাজেটে ৬৪.৪০ কোটি টাকা গবেষণা কর্মকাণ্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।