জুমবাংলা ডেস্ক :জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৫ অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন দুপুরে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান। এসময় ইসির উপসচিব ফরহাদ আহমেদ খান ও এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
Advertisement
সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান জানান, ৫ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনের সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে।
উপনির্বাচনে অংশ নিতে মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ১১ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।