জুমবাংলা ডেস্ক : বরের বয়স ১০৭ বছর, কনের ৯৮ বছর। তাদের ৯০ বছরের দাম্পত্য জীবন চলছে। এর মাঝেই দ্বিতীয়বার ফের বিয়ের পিঁড়িতে বসেছেন তারা। শুনতে অবাক লাগার মতো হলেও প্রচলিত লোকরীতির কারণে বাস্তবেই এমন ঘটনা ঘটেছে।
দিনাজপুরের বিরলের দক্ষিণ মেড়াগাঁও গ্রামে ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন সম্পন্ন হয় গত ২১ ফেব্রুয়ারি। তবে বিয়ের আয়োজন শেষ হয় আজ বুধবার। ৯০ বছর আগে ৮ বছরের পঞ্চবালা দেব শর্মাকে ১৩ টাকা পণ দিয়ে বিয়ে করেছিলেন ১৭ বছরের বৈদ্যনাথ দেব শর্মা।
নিজেদের সন্তান, সন্তানের ঘরের সন্তান, সেই সন্তানের সন্তান- এভাবে ৫ প্রজন্ম দেখেছেন তারা। এজন্য রীতি অনুযায়ী, ধর্মীয় আচার মেনে ফের বিয়ে দেন স্বজন-সুহৃদেরা। এ বিয়েতে রীতিমতো আনন্দ-উচ্ছ্বাসে উৎসবের আমেজ দেখা যায়।
বৈদ্যনাথ দম্পতির এক মেয়ে থাকলেও নাতি-পুতির সংখ্যা সব মিলিয়ে ৫৪। রীতি মেনে বংশের মঙ্গলের জন্য ফের বিয়ের আসরে বসায় বেজায় খুশি এই যুগল ও তাদের স্বজনরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।