একীভূত হওয়া (মার্জারকৃত) সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরকে ‘ভুল’ বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সোমবার (২৯ ডিসেম্বর) থেকে মার্জারের আওতাভুক্ত ব্যাংকের আমানতকারীরা টাকা উত্তোলন করতে পারবেন— এমন খবর সঠিক নয়।
তিনি বলেন, মার্জারের আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের চাহিদার প্রেক্ষিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ কার্যক্রম শুরুর বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ বা সময় চূড়ান্ত হয়নি। শিগগিরই এ সুবিধা কার্যকর করা হবে।
এর আগে গত ৫ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে সেগুলোতে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
পরবর্তীতে গত ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের একটি বিশেষ অনলাইন সভায় এই পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের জন্য প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়। এরপর গত ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বিগত সরকারের সময়ে কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ তুলে নেয়। এর ফলে অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির চাপেই এসব ব্যাংক ধীরে ধীরে গভীর সংকটে পড়ে। সেই সংকট মোকাবিলায় পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংক একত্রিত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
কিভাবে, কত টাকা তুলতে পারবেন আমানতকারীরা
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, যেসব গ্রাহকের হিসাবে দুই লাখ টাকা বা এর কম আছে, স্কিম কার্যকর হওয়ার পর তারা পুরো টাকা একবারেই তুলতে পারবেন। আর যাদের হিসাবে দুই লাখ টাকার বেশি রয়েছে, তারা প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ এক লাখ টাকা করে দুই বছর পর্যন্ত তুলতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



