স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতকে নয় উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। গোটা আসর জুড়েই দাপুটে পারফরম্যান্স করেছে বাংলাদেশ। শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন এসব হার না মানা মানসিকতার খেলোয়াড়রা দেশকে এনে দিয়েছে সাফল্য।
তাই বাংলাদেশ ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড়কে পাঁচ লাখ টানা অর্থ পুরস্কার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শেষে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,’শারীরিকভাবে চ্যালেঞ্জে পড়া এসব শিশু ও মানুষ আমাদের বোঝা নয়, তাদের নিয়ে আমরা গর্ব করতে পারি, আমরা মনে করি তারা আমাদেরই একজন-আর এটাই সবচেয়ে বড় কথা।’
এছাড়াও দেশের শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন মানুষ ও শিশুদের জন্য ক্রীড়া সংশ্লিষ্ট ১০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিজয়ী দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিনন্দন জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।