জুমবাংলা ডেস্ক : দেশের নদীগুলোকে দখলমুক্ত করে বাঁচাতে হলে অনেক জটিলতা রয়েছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘নদীকে রক্ষা করার জন্য আমরা কাজ করছি। সেখানে অনেক জটিলতা আছে। সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন। সাধারণ মানুষ দেখছে। অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হচ্ছে। কিছু জায়গায় এত শক্ত স্থাপনা তৈরি করে দেওয়া হয়েছে, যেগুলো অপসারণ করা দুঃসাধ্য ব্যাপার।’
আজ শনিবার (১৪ মার্চ) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন আয়োজিত আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে ‘দূষণ ও দখলমুক্ত নদীপ্রবাহ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নদী নিয়ে গবেষণার জন্য নদী গবেষণা ইনস্টিটিউট রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশে নদী নিয়ে সেভাবে গবেষণা হয়নি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘যেকোনও সেক্টরের হোক না কেন বাংলাদেশের গবেষণার বিষয়টি খুবই দুর্বল ছিল। সেজন্য অনেক কিছুই আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পাইনি।’
বর্তমান সরকার গবেষণার প্রতি অত্যন্ত মনোযোগী দাবি করে তিনি বলেন, ‘এখন সরকারের পক্ষ থেকে গবেষণার জন্য সহযোগিতা করা হচ্ছে। নদীমাতৃক বাংলাদেশে অবশ্যই নদীগুলোকে চিহ্নিত করতে হবে, সেজন্য পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করছে।’
বাংলাদেশে নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদতের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel