স্পোর্টস ডেস্ক: আজ শুক্রবার (৩০ এপ্রিল) পাল্লেকেলেতে চলতি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলাররা আলোর দেখা পেয়েছেন। গতকাল মাত্র ১টি উইকেট শিকার করতে পারলেও আজ দুই সেশনে এখন পর্যন্ত আরও ৫ উইকেটের পতন হয়েছে। গতকালের অপরাজিত সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নেকে ১৪০ রানে থামিয়েছেন তাসকিন আহমেদ। তার ২৯৮ বলের ইনিংসে ১৫টি বাউন্ডারি ছিল।
আরেক অপরাজিত ব্যাটসম্যান ওসাদা ফার্নান্দো তিন অংক ছুঁতে পারেননি। তাকে ৮১ রানে প্যাভিলিয়নের পথ দেখান মেহেদি মিরাজ। উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন দাস। তাসকিনের বাকি দুই শিকার অ্যাঞ্জেলো ম্যাথুজ (৫) এবং পাথুম নিশাঙ্কা(৩০)। তাইজুলের ঘূর্ণিতে ধনাঞ্জয়া ডি সিলভা মাত্র ২ রান করে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪৪.১ ওভারে শ্রীলংকার সংগ্রহ ৬ উইকেটে ৪২৩ রান। ২৯ রানে ব্যাট করছেন উইকেটকিপার নিরোশান ডিকাভিলা এবং ১২ রানে ব্যাট করছেন রমেশ মেন্ডিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।