আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে দেশে ফিরেছে ৬৬ হাজার ২২৪ জন ইউক্রেনীয়। শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ এ তথ্য জানিয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি শহর ইতোমধ্যে দখল করে নিয়েছে রুশ সেনারা। ইউক্রেনের মারিউপুল ও ভোলনোভখার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য শনিবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো।
প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘এই মুহুর্তে বিদেশ থেকে অনেক পুরুষ ফিরে এসেছেন তাদের দেশকে আগ্রাসীদের হাত থেকে রক্ষা করতে। এগুলো আরও ১২টি অনুপ্রাণিত ব্রিগেড! ইউক্রেনীয়রা, আমরা অপরাজেয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।