জুমবাংলা ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি গ্রামীণ বাজারের ৭ নৈশপ্রহরীকে বেঁধে অন্তত চারটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দোকান মালিকদের দাবি, ডাকাত দল ৩০ লাখ টাকার মালামাল লুট করে মিনি ট্রাকে নিয়ে পালিয়ে গেছে।
শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মোহনপুর বাজারে এ ঘটনা ঘটে।
বাজারের কয়েকজন দোকানি জানান, শুক্রবার রাতে নিজেদের দায়িত্ব পালন করছিলেন ৭ জন নৈশপ্রহরী। রাত ৩টার দিকে রফিকুল ইসলাম নামের এক প্রহরী কালো মুখোশ পরা চার ব্যক্তিকে বাজারের সড়কে ঘোরাঘুরি করতে দেখে বাঁশি বাজান। ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তখন রফিকুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্ত ঝরছিল। এ অবস্থায় তাকে বেঁধে একটি দোকানের পাশে রাখা হয়। এরপর ২০-২৫ জন মিলে বাজারের অন্য ৬ প্রহরীকে ধরে এনে মারধরের পর হাত-পা বেঁধে একই জায়গায় ফেলে রাখে।
এ সময় ৪-৫ জন ডাকাত আহত নৈশপ্রহরীদের ঘিরে রাখে। আর অন্যরা বাজারের সড়কে একটি মিনি ট্রাক এনে রাখে। এ সময় ডাকাত দলের সদস্যরা দুটি কীটনাশক, একটি মুদিখানা ও একটি ইলেকট্রনিক দোকানের তালা কেটে মালামাল লুট করে। পরে সেগুলো মিনি ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়।
রফিকুল ইসলাম নামের এক প্রহরী জানান, হলুদ রঙের মিনি ট্রাকে পালিয়ে যাওয়ার আগে ডাকাতেরা তার হাতের বাঁধন খুলে দেয়। এরপর তিনি অন্যদের মুক্ত করেন। এরপর তারা আশপাশের লোকজনকে ঘটনাটি জানান।
স্বাদ ট্রেডার্স নামের কীটনাশকের দোকানের মালিক ছানাউল ইসলাম বলেন, “শুধু আমার দোকানের ৬-৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে। চারটি দোকান মিলিয়ে আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।”
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অসি) মাসুদ রানা জানান, মোহন বাজারের কয়েকজন ব্যবসায়ী থানায় এসেছিলেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।