জুমবাংলা ডেস্ক : চেষ্টা করলে ফল পাওয়া যায় এমনটাই প্রমাণ করে দিলেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল আজিম (আনু) নামে এক ব্যক্তি। ৪০ বছর ধরে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে তিনি চলতি বছরের ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেছেন।
পরে তাকে টাকার মালা দিয়ে শুভেচ্ছা জানান ইউনিয়নবাসী। আনোয়ারুল আজিম (আনু) উপজেলার পলিমির্জাপুর গ্রামে ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত কলিমুদ্দিন আহমেদ।
আনোয়ারুল আজিম (আনু) জানান, আটবার ইউপি নির্বাচনে অংশ নিয়ে ৬৫ বছর বয়সে এই প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জনগণের সেবা করার জন্য বারবার নির্বাচনে অংশগ্রহণ করেন কিন্তু সাতবার তিনি পরাজিত হন।
অবেশেষে অষ্টমবারে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার আশা শপথ গ্রহণের পর ৯নং ইউনিয়নকে একটি ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। সেই সঙ্গে এলাকা থেকে মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ বন্ধ, যুব সমাজকে রক্ষা, বিভিন্ন প্রকার ভাতাসহ সব ধরনে সেবা মূলক কাজ তিনে করে যাবেন বলে অঙ্গীকারবদ্ধ।
এলাকাবাসীরা জানান, নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল আজিম (আনু) দীর্ঘদিন ধরে চেয়রাম্যান হওয়ার জন্য চেষ্ঠা করছিলেন। কিন্তু তিনি আশা ছাড়েননি। তিনি চেয়ারম্যান হতে না পারলেও মানুষের পাশে থেকে যতটুক পারতেন সাহায্য সহযোগিতা করতেন। অবশেষে তিনি এইবার নির্বাচিত হলেন। এলাকার মানুষ অনেক খুশি। কারণ, তিনি সাতবার হেরে আটবারে জয়ী হয়েছেন।
উল্লেখ্য, আনোয়ারুল আজিম সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ্রগ্রহণ করেন। নৌকা মনোনীত প্রার্থীর থেকে ৬৩৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৯ হাজার ৭৮৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আবু সাহাদাত সায়েম আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ১৫৩টি ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।