জুমবাংলা ডেস্ক : রাজবাড়ী জেলা থেকে বিভিন্ন সময়ে হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিল রাজবাড়ী জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে বিভিন্ন সময়ে হারানো মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।
জানা যায়, জেলার ৫টি থানার সর্বমোট ৭১টি হারানো মোবাইল জিডির সূত্র ধরে রাজবাড়ী জেলাসহ বিভিন্ন জেলা থেকে উদ্ধার করে যাচাইবাছাই পূর্বক প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।
এ সময় পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ী জেলা একটি ছোট্ট জেলা। এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। এ ছাড়াও প্রান্তিক মানুষের মোবাইলগুলো উদ্ধারের যে কাজটি আমরা করি, এটি আমরা খুব আবেগ দিয়ে করি, আমরা খুব মন দিয়ে কাজটি করি, কারণ হচ্ছে মোবাইল হারিয়ে যাওয়ার পরে তার ভেতরে যে মানসিক কষ্ট, সেই কষ্টটা আমরা বুঝি। অনেক কষ্ট করে মোবাইল উদ্ধার করে যখন প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পারি, তখন তার মুখের হাসি আমাদের আরও কাজে অনুপ্রাণিত করে। জেলার বিভিন্ন থানায় প্রতিনিয়তই মোবাইল হারানোর জিডি হয়। সেই জিডিগুলোর প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম ওই মোবাইলগুলো উদ্ধার করে।
এসময় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ফোনগুলো হাতে পেয়ে সকলে আবেগ-প্রবণ হয়ে পড়েন মোবাইলের মালিকরা বলেন, পুলিশের প্রতি আস্থা আরও বহুগুণে বেড়ে গেল। রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।