নিজস্ব প্রতিবেদক: করোনায় কর্মহীন অসহায় মানুষ এবং বন্যার্তদের ত্রাণ দেওয়ার পর এবার রংপুর বিভাগের আট জেলার আট হাজার শীতার্ত অসহায় মানুষকে কম্বল দেওয়ার উদ্যোগ নিয়েছে রংপুর বিভাগ সমিতি, ঢাকা।
এই সপ্তাহের শেষের দিকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার নিম্নআয়ের দরিদ্র ও বস্ত্রহীন মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হবে।
আজ (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সমিতির এক ভার্চুয়াল সভায় এই সিন্ধান্ত নেওয়া হয়। সমিতির সাধারণ সম্পাদক রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ধর্মসচিব ড. মোঃ নূরুল ইসলাম।
রাজধানী ঢাকায় শীত অনেকটা কম অনুভূত হলেও জানুয়ারি মাসের শুরু থেকেই উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর বিভাগের আট জেলায় জেঁকে বসেছে শীত। হিমালয় ছুঁয়ে আসা হিমশীতল হাওয়ায় কাঁপছে উত্তরের এ জনপদ। এ অঞ্চলের নদীর তীরবর্তী নিম্নআয়ের দরিদ্র মানুষগুলোর দুর্ভোগের অন্ত নেই।
সভায় সমিতির সাধারণ সম্পাদক আবু কালাম সিদ্দিক রংপুর বিভাগের আট জেলার শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য কম্বল দেওয়ার প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত সব সদস্য সর্বস্মতিক্রমে প্রস্তাবটি সমর্থন করেন।
প্রস্তাবটির উপর আলোচনা শেষে রংপুর বিভাগের আট জেলায় আট হাজার শীতার্ত মানুষকে কম্বল দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী ত্রাণ সম্পাদকের বিকাশ নাম্বার ও ব্যাংক একাউন্ট নাম্বারে টাকা জমা দেয়ার জন্য সদস্যদের অনুরোধ জানানো হয়। একাউন্ট নাম: মো: শাহীনুর ইসলাম, হিসাব নম্বর ১৭২. ১০১. ৬৭২৬৬ ডাচ বাংলা ব্যাংক , দিনাজপুর শাখা, বিকাশ: ০১৭১২৯৩০৯৯৮ (পারসোনাল)।
এর আগে সভার শুরুতে করোনায় যারা ইন্তেকাল করেছেন তাঁদের রুহের মাগফেরাত ও যারা আক্রান্ত হয়েছেন তাঁদের আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। এছাড়া, করোনার সংক্রমণ রোধে সরকারের দেওয়া লকডাউন চলাকালীন সময়ে রংপুর বিভাগের কর্মহীন অসহায় মানুষ এবং বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী সফলতার সাথে বিতরণ করায় নির্বাহী কমিটির সংশ্লিষ্ট সদস্যদেরকে ধন্যবাদ জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।