
স্পোর্টস ডেস্ক: আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গোলাপি বলের টেস্ট ম্যাচের প্রথম দিনে উইকেট পড়েছে ১৩টি। দ্বিতীয় দিনে তো ম্যাচ শেষের চোখ রাঙানি দিচ্ছে। প্রথম ইনিংসে ১১২ রানে আলআউট হওয়া ইংল্যান্ড ভারতকে গুটিয়ে দেয় ১৪৫ রানে। দ্বিতীয় ইনিংসে আরও শোচনীয় অবস্থা সফরকারীদের। মাত্র ৮১ রানে অলআউট ইংল্যান্ড। ম্যাচ জয়ের জন্য ভারতের প্রয়োজন ৪৯ রান।
এরই মধ্যে আহমেদাবাদের উইকেট নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তবে সে সব শুনতে যেন বয়ে গেছে দুই দলের স্পিনারদের। প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছিলেন ৪টি। কম যাননি ইংল্যান্ডের স্পিনাররাও। পার্টটাইমার জো রুট হাত ঘুরিয়ে নেন ৫ উইকেট। জ্যাক লিচের পকেটে ৪টি।
ইংলিশদের দ্বিতীয় ইনিংসে আরও ভয়াবহ রূপ ধারণ করেন ভারতীয় স্পিনাররা। তিন স্পিনার মিলে তুলে নেন প্রতিপক্ষের ১০ উইকেট। যেখানে আগের ইনিংসের মতোই ৫ উইকেট নিয়েছেন অক্ষর, ৪টি অশ্বিনের। বাকি ১ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। এতেই মাত্র ৮১ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ম্যাচ জয়ের জন্য ভারতের প্রয়োজন মাত্র ৪৯ রান।
ম্যাচের প্রথম ইনিংসে ভারতের থেকে ৩৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তবে ক্রিজে সফরকারী ব্যাটসম্যানদের স্বস্তিতে থাকতে দেননি ভারতীয় স্পিনাররা। দ্বিতীয় ইনিংসে স্কোর বোর্ডে কোনও রান না তুলতেই দুই উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। সেখান থেকে আর ফিরতে পারেনি তারা। মাত্র ৮১ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



