স্পোর্টস ডেস্ক: ভারতের জার্সি গায়ে এখনো অভিষেক হয়নি শাহরুখ খানের। তবে আইপিএলের নিলামে চড়া দামে বিক্রি হলেন এই ভারতীয় অলরাউন্ডার। অনভিষিক্তদের মধ্যে সর্বোচ্চ ৯ কোটি রুপি দাম পেয়ে পাঞ্জাবে পা রাখলেন তিনি।
বেঙ্গালুরুতে শনিবার (১২ ফেব্রুয়ারি) ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের মেগা নিলামের প্রথম দিনেই অলরাউন্ডার ক্যাটাগরি থেকে তাকে দল ভেড়ায় পাঞ্জাব। এদিকে ভারতীয়দের মধ্যে এখনো জাতীয় দলের জার্সি গাড়ে জড়াননি রাহুল তিওয়াতিয়া। তাকেও শাহরুখের সমান ৯ কোটি রুপিতে কিনে নেয় গুজরাট টাইটানস।
এর আগে গত আইপিএলে ২০ লাখ রুপির ভিত্তি মূল্যের শাহরুখ খানকে কিনে নিয়েছিল পাঞ্জাব কিংস। প্রীতি জিনতার দল সেবার ৫ কোটি ২৫ লাখ রুপি খরচ করেছিল তার জন্য। এবার ভিত্তি মূল্য বেড়ে ৪০ লাখ হয়েছিল, আর নিলামে শাহরুখের দামও বেড়ে হয়েছে ৯ কোটি।
এর আগে গত আসরে ১১ ম্যাচ খেলে পাঞ্জাবের হয়ে তিনি ব্যাট হাতে ১৫৩ রান করেন। ১৩৪ স্ট্রাইকরেটে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৪৭। তবে ভারত ও দুবাই দুভাগে হওয়া সে আসরে বল হাতে দেখা যায়নি শাহরুখকে।
এদিকে এবারের আইপিএলের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাম ইশান কিশানের। ১৫ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কিশানের আগে শ্রেয়াস আয়ারকে ১২ কোটি ২৫ লাখে কিনে কলকাতা নাইট রাইডার্স।
শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গকে কিনতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খসাতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ওয়াশিংটন সুন্দরকে ৮ কোটি ৭৫ লাখে সানরাইজার্স হায়দরাবাদ, ক্রুনাল পান্ডেয়াকে ৮ কোটি ২৫ লাখে লখনৌ, মিচেল মার্শকে ৬ কোটি ৫০ লাখে দিল্লি, আম্বাতি রাইডুকে ৬ কোটি ৭৫ লাখে চেন্নাই, ইশান কিশানকে ১৫ কোটি ২৫ লাখে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
নিলামে নাম উঠেছিল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে দুপুর আড়াইটা পর্যন্ত কেউ তাকে নেওয়ার জন্য বিড করেনি। সাকিবের মতো অবিক্রিত রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ভারতের সুরেশ রাইনা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। অন্যদিকে ভিত্তিমূল্যে মুস্তাফিজুর রহমানকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। তার দাম ধরা হয়েছিল ২ কোটি রুপি। সেই দামেই তাকে কিনেছে দিল্লি।
২০ লাখ ভিত্তিমূল্যের মুসলিম ক্রিকেটারকে ইতিহাস গড়ে ১০ কোটিতে নিল যে দল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।