জুমবাংলা ডেস্ক : মসজিদে টানা তিন মাস জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল উপহার পেল শেরে বাংলার পূণ্যভূমি বরিশালের বানারীপাড়ার চাখারের চালিতাবাড়ী ও পূর্ব জিড়ারকাঠি গ্রামের ১২ জন শিশু-কিশোর।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চাখারের চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে মসজিদ সংলগ্ন চালিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে আনুষ্ঠানিক তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
এ সময় তাদের মুসলিম জাহানের চার খলিফাহ বিশিষ্ট সাহাবীগণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের জীবনী পুস্তক উপহার দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তরা হলো চাখারের চালিতাবাড়ি গ্রামের মো. ইব্রাহিম, মো. সিয়াম হাওলাদার, মো. ফাহাদ, মো. মমিন, মো. আব্দুল্লাহ্, মো. সোহান, মো. কাওছার ঘরামী, মো. ফারদিন, মো. নেয়ামুল ও মো. কাওছার বেপারী, পূর্ব জিড়ারকাঠি গ্রামের মো. রাজু হোসেন ও মো. রানা হোসেন।
চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আ. হামিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির মুহাম্মদপুর বিআর আলিম মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ জাতীয় মুফাস সির পরিষদের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আলী হায়দার নিজামী। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের কালকিনি শিকার মঙ্গল রাশেদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা হাসানুজ্জামান, চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলনা মো. কাওছার।
সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেলের প্রাণবন্ত সঞ্চালনায় অতিথি ছিলেন চাখার ফজলুল হক ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সদস্য সুমন খান প্রমুখ।
উপস্থিত ছিলেন চালিতাবাড়ি কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার সালাউদ্দিন, আয়োজক কমিটির সদস্য মাহাবুব হাওলাদার, সিপিজে সোসাইটির সদস্য জিয়াউল হক, রুবেল হোসেন, মহিউদ্দিন মাহি, মানিক হাওলাদার, হাফিজুর রহমান রাসেল, সাইফুল ইসলাম রুবেল, হুমায়ুন কবির সোহেল প্রমুখ।
জানা গেছে, শিশু-কিশোরদের মসজিদে জামাতে নামাজ আদায়ে উৎসাহী করতে ব্যতিক্রমী এই উদ্যোগ বাস্তবায়ন করে চালিতাবাড়ী-পূর্ব জিড়ারকাঠি সোসাইটি (সিপিজে সোসাইটি)। এতে অর্থায়ন করেছেন স্থানীয় যুব সমাজ।
গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সংগঠটির উদ্যোক্তারা এমন উদ্যোগ নিলে স্থানীয় শিশু-কিশোরদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে পড়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে। ফলে ৩০ দিন শেষে জায়নামাজ, ৪৫ দিন শেষে ১৫ জন শিশু-কিশোরকে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়।
এরই ধারবাহিকতায় ৯০ দিন (তিন মাস) নিয়মিত নামাজ আদায়কারী ১২ শিশু-কিশোরকে বাই সাইকেল উপহার দেওয়া হয় বলে জানান সিপিজে সোসাইটির প্রধান সমন্বয়ক ও মুখপাত্র সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেল।
এ প্রসঙ্গে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজনেস রিপোর্টার নিয়াজ মাহমুদ সোহেল বলেন, সন্ত্রাস ও মাদকসহ যাবতীয় অনৈতিক কাজ থেকে কিশোরদের রক্ষা করতে এবং আদর্শ প্রজন্ম গড়ে তুলতে নামাজ সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। এলাকার সকলের প্রচেষ্টায় এমন একটি মহতি উদ্যোগ বাস্তবায়ন হয়। এর ফলে একটি ছেলেও যদি পরবর্তি জীবনে নামাজ আঁকড়ে ধরে দেশের জন্য কাজ করতে পারে, তাহলে আমাদের উদ্যোগ সফল ও সার্থক হবে।
ব্যতিক্রমী এই উদ্যোগ প্রসঙ্গে চালিতাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. কাওছার বলেন, নামাজে উৎসাহ প্রদানে এলাকাবাসীর উপহার দেওয়ার ঘোষণার পরে কিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। শিশু-কিশোরদের মসজিদমুখী করতে পারলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে এবং আদর্শ প্রজন্ম গড়ে উঠবে।
এদিকে সিপিজে সোসাইটির এমন উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমনসহ স্থানীয় সচেতন মহল। তারা এ ব্যতিক্রমধর্মী মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।