জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় শ্যালিকার শরীরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে।
রোববার রাতে ফতুল্লা পাইলট হাই স্কুল সংলগ্ন একটি বাড়ির গলিতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নূর ইসলাম ফতুল্লা রেলস্টেশন এলাকার ব্যাংক কলোনির বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
দগ্ধ মাহিনূর ওই একজন গার্মেন্টস কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার এএসআই তারেক আজিজ জানান, মাহিনুরকে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিচ্ছিলেন নূর ইসলাম। রাজি না হওয়ায় তাকে মারধরও করেন নূর ইসলামের স্ত্রী হাসিনা বেগম। বিষয়টি পরিবারকে জানান মাহিনুর।
এএসআই তারেক আরো জানান, রোববার রাতে কাজ শেষে ফেরার সময় বাড়ির গলিতে মাহিনুরের পথরোধ করে তেল ঢেলে মাহিনুরের মাথা ও শরীরে আগুন ধরিয়ে দেন নূর ইসলাম। ওই সময় মাহিনূরের চিৎকারে স্থানীয়রা ছুতে এলে নূর ইসলাম পালিয়ে যান। পরে আগুন নিভিয়ে আশঙ্কাজনক অবস্থায় মাহিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরো জানান, মাহিনুর আলী আহম্মদের বাড়িতে ভাড়া থাকেন আর নুর ইসলাম এলাকায় বসবাস করেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। সূত্র : ডেইলি বাংলাদেশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।