জুমবাংলা ডেস্ক : টেক জায়ান্ট অ্যাপল কোম্পানিকে আপেল মনে করা পাকিস্তানের এক টেলিভিশন উপস্থাপিকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন পাকিস্তানি সাংবাদিক নায়লা ইনায়াত।
সরাসরি আলোচনা অনুষ্ঠানের আলোচক মন্তব্য করেন, ‘অ্যাপলের বাণিজ্য পাকিস্তানের বাজেটের চেয়ে বেশি।’ আলোচকের এই মন্তব্যের প্রেক্ষিতে সংবাদ উপস্থাপিকা বলে বসেন, ‘হ্যাঁ, আমিও শুনেছি। আপেল অনেক রকমের হয়।’
উপস্থাপিকার এই ভুল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের চোখ এড়ায়নি। সাংবাদিক নায়লা ইনায়াত ভিডিওটি পোস্ট করার সময় ক্যাপশনে লিখেছেন, অ্যাপলের বাণিজ্য ও আপেলের প্রকারভেদ, পাকিস্তানের নিয়মিত টেলিভিশন অনুষ্ঠানের নমুনা।’
ভিডিওটি দেখতে ক্লিক করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।