জুমবাংলা ডেস্ক : আগামী বছর থেকে ব্যক্তি শ্রেণির কর দাতারা ই-চালানে (ইলেকট্রনিক ট্রেজারি চালান) কর দিতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম।
তিনি বলেন, আগামী বছর থেকে ই-চালান বাধ্যতামূলক করা হবে। ই-চালানের মাধ্যমে যে কেউ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে টাকা জমা দিতে পারবেন। জমার একটি ইলেট্রনিক ট্রেজারি চালানও পাবেন। প্রথম দিকে সাধারণ চালানের মতোই একটি চালান পাবেন, যাতে সিকিউরিটি বারকোড থাকবে। আমরা অর্থ সচিবের সঙ্গে বৈঠক করেছি। আমরা প্রথম অবস্থায় ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ই-চালান চালু করার সিদ্ধান্ত নিয়েছি।
মুনিম আরও বলেন, এ বছর কর অঞ্চল-৪, ঢাকায় প্রাথমিকভাবে পাইলটিং করা হবে। এই কর অঞ্চলের করদাতারা ই-চালানের মাধ্যমে কর পরিশোধ করার সুযোগ পাবেন। জমার সঙ্গে সঙ্গে একটি কনফারমেশন নম্বর আসবে। সে নম্বর যাচাই করলে দেখা যাবে, তা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা হয়ে গেছে। পাইলটিং সফল হলে আমরা এর বিস্তার করবো।
এনবিআর চেয়ারম্যান বলেন, কিছুদিন পর আমরা চিন্তা করবো, অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার। আইনগতভাবে বাধ্যতামূলক করার আগে আমাদের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। সিস্টেমের ত্রুটি-বিচ্যুতি শেষ করতে হবে।
বৃহস্পতিবার সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে ভ্যাট ই-পেমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।