জুমবাংলা ডেস্ক : খালেদা জিয়ার জামিনের জন্য আবারো উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ কথা বলেন তিনি।
Advertisement
আইনজীবীরা বেগম জিয়ার জামিনের জন্য ঠিকমতো কাজ করেছেন কিনা তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা প্রশ্ন তুললে তার আইনজীবীরা বলেন, দেশে আইনের শাসন নেই বলেই জামিন পাননি বেগম জিয়া।
এবার জামিন আবেদন করা হলে, বেগম জিয়ার জামিন দেয়ার ক্ষেত্রে সরকারের প্রতিহিংসায় আদালত প্রভাবিত হবেন না বলেও আশাবাদ ব্যক্ত করেন খন্দকার মাহবুব হোসেন।
এর আগে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিনিয়র আইনজীবীদের নিয়ে বৈঠকে বসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষনেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


