ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় ইসরায়েলকে অংশগ্রহণের অনুমোদন দেওয়ার সিদ্ধান্তে আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়া প্রতিযোগিতাটি বর্জনের ঘোষণা দিয়েছে। গাজায় চলমান যুদ্ধ এবং ভোটে অনিয়মের অভিযোগে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিল এই দেশগুলো।

ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) জেনেভার এক বৈঠকে জানায়, সদস্যদের একটি ‘বড় অংশই’ ২০২৬ সালের ইউরোভিশন আগের পরিকল্পনা মতোই চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে এবং এ বিষয়ে আর কোনো ভোটাভুটির প্রয়োজন নেই। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় স্পেনের সম্প্রচারমাধ্যম আরটিভিই এটিকে ‘উৎসবটির আয়োজক প্রতিষ্ঠানটি নিয়ে অবিশ্বাস’ বৃদ্ধির কারণ বলে উল্লেখ করেছে।
আয়ারল্যান্ডের জাতীয় রেডিও ও টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারমাধ্যম আরটিই বলছে, মনে হচ্ছে এই আয়োজনে অংশগ্রহণ করাটা বিবেকহীনের মতো কাজ হবে। ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের পাশাপাশি স্পেন ইউরোভিশনের ‘বিগ ফাইভ’ দেশগুলোর একটি। এসব দেশের শিল্পীরা সরাসরি ফাইনালে ওঠার সুযোগ পান। কারণ, এসব দেশের সম্প্রচারমাধ্যমগুলো ইবিইউকে সবচেয়ে বড় আর্থিক অনুদান দেয়।
আয়ারল্যান্ড (আরটিই) জানিয়েছে, গাজায় ভয়াবহ প্রাণহানি ও মানবিক সংকটের মধ্যে অংশগ্রহণ করাকে ‘বিবেকহীনের মতো কাজ’ বলে মনে করছে। নেদারল্যান্ডস (অ্যাভ্রোট্রস) বলছে, বর্তমান পরিস্থিতিতে অংশগ্রহণ করা জনগণের মূল্যবোধের (যা অপরিহার্য) সঙ্গে অসংগতিপূর্ণ। স্পেন (আরটিভিই) জানিয়েছে, পরিচালনা বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে ইসরায়েল অংশ নিলে স্পেন সরে যাবে। তারা ফাইনাল ও সেমিফাইনালও সম্প্রচার করবে না। এছাড়া স্লোভেনিয়া (আরটিভি) নৈতিক নীতিমালা বজায় রাখার প্রতিশ্রুতি এবং সমান নিয়ম-মানদণ্ডের ওপর জোর দিয়ে তারা তাদের অবস্থান ‘অপরিবর্তিত’ রেখেছে।
লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইউরোভিশন সংগীত প্রতিযোগিতার পরিচালক মার্টিন গ্রিন এই সিদ্ধান্তের পর ‘খুশি’ প্রকাশ করে বলেন, সদস্যরা বিশ্বাস করে যে ইউরোভিশনকে রাজনৈতিক মঞ্চের মতো ব্যবহার করা উচিত নয় এবং এর কিছুটা নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন। এদিকে, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এই সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, তিনি খুশি যে ইসরায়েল আবার অংশ নেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



