ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুলভবন ধসে পড়েছে। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫০ জন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা প্রতিষ্ঠান ন্যাশনাল সার্চ অ্যানড রেসকিউ এজেন্সি (বাসারনাস)-এর দেওয়া বিবৃতির মাধ্যমে জানা গেছে এ তথ্য।
বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও রবিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় সংবাদকর্মীদের সামনে এক ব্রিফিংয়ে বলেন, ‘উদ্ধারকারী বাহিনীর সদস্যরা এ পর্যন্ত ৫০ জনকে মৃত এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন। এখন পর্যন্ত নিখোঁজ আছে ১৮ জন।’
ওই ব্রিফিংয়ে ব্রামান্তিও আরও জানান, ভবনটির ৬০ শতাংশ ধ্বংসাবশেষ ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, স্কুলভবনটির সঙ্গে সংযুক্ত আরেকটি ইমারতও ধসে পড়েছে। ফলস্বরূপ, বিদ্যালয়ের চত্বর ও তৎসংলগ্ন এলাকা ধ্বংসস্তূপে একাকার হয়ে গিয়েছে এবং নিখোঁজদের অধিকাংশই স্কুলভবন সংলগ্ন এই ভবনটির বাসিন্দা ছিলেন।
ইন্দোনেশিয়ার আরেকটি উদ্ধারকারী সংস্থা, ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি)-এর ডিজাস্টার ডেটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের প্রধান আবদুল মুহারি জানিয়েছেন, স্কুল ইমারতটি ভেঙে পড়ার পর মোট ৪৫ জনকে মৃত এবং ১০৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে, তবে বাকি ১৫ জন এখনও চিকিৎসাধীন।
রবিবার দুপুরের দিকে পূর্ব জাভা প্রদেশের সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ও তার সাথে লাগোয়া একটি ভবন ধসে যায়। এটি একটি জুনিয়র স্কুল, এবং ইমারতটি ধসে পড়ার সময় সেখানে শত শত কিশোর বয়সী ছেলে শিক্ষার্থী অবস্থান করছিল।
বিদ্যালয়টির একাধিক শিক্ষক বলেছেন, কর্তৃপক্ষ শ্রেণীকক্ষের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে স্কুলটির ছাদে নতুন করে নির্মাণকাজ চালাচ্ছিল, যার অর্থ হলো স্কুলটির উপরে আরও একটি তলা তৈরির কাজ চলছিল। তবে স্কুলটির ওপর তলা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ভিত্তি বা ফাউন্ডেশন যে স্কুলটির নেই— তা আমলে নেয়নি কর্তৃপক্ষ।
সূত্র: আনাদোলু এজেন্সি
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের স্থাবর সম্পদ জব্দের নির্দেশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।