Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলায় ইরানের কুদস ফোর্সের সিনিয়র একজন কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।তাদের অভিযোগ, সাইদ ইজাদি নামে ওই কমান্ডার হামাসকে অর্থায়নে জড়িত ছিলেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাতজ বলেন, ‘ইসরায়েলি বিমানবাহিনী ও গোয়েন্দাদের জন্য এটা বড় এক অর্জন। দীর্ঘমেয়াদে আমরা সব শত্রুকেই পরাস্তা করবো।’
ইরানের শক্তিশালী বিপ্লবী বাহিনী আইআরজিসির একটি শাখা কুদস ফোর্স। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারাই সহায়তা দিয়ে থাকে।
তবে আইআরজিসির পক্ষ থেকে এখনো ইজাদির মৃত্যুর ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।