জুমবাংলা ডেস্ক : রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের সাইদ গ্রান্ড সেন্টারের আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করেছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ আগুন লাগার খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে কিছুটা সময় লাগবে। প্রতিটি তলায় তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কত তলা থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ১৩তলা বিশিষ্ট সাইদ গ্রান্ড সেন্টারের ১০তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। বহুতল ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় টার্ন টেবল লেডার (টিটিএল)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।