বিনোদন ডেস্ক : নীল ছবির দুনিয়া ছেড়ে বহুদিন ধরে বলিউডে কাজ করছেন সানি লিওন। তবু তাকে ঘিরে বিতর্ক চলতেই থাকে। কোনো না কোনো কারণে তিনি সারা বছরই থাকেন বিতর্কে। তেমনই এক বিতর্কের জেরে এবার তাকে হুমকি দিলেন ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেছেন, নাসি লিওনকে তার নাচের ভিডিও ৭২ ঘণ্টার মধ্যে নেটমাধ্যম থেকে সরিয়ে নিতে হবে।
১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোহিনুর’ ছবির জনপ্রিয় গান ‘মধুবন মে রাধিকা নাচে’ গানটির রিমেক ভিডিওতে সম্প্রতি দেখা যায় সানি লিওনকে। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। গানটি দেখে ক্ষুব্ধ উত্তরপ্রদেশের মথুরার পুরোহিতরা। তাদের অভিযোগ, রাধার নামে কুরুচিকর গান তৈরি করা হয়েছে। পাশাপাশি মথুরার পুরোহিতদের দাবি, সানির ভিডিওটি নিষিদ্ধ করা হোক।
এই ভিডিও হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তুলেছেন পুরোহিতদের একাংশ। এর পরই বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম হুমকি দেন সানিকে।
তিনি মনে করছেন, এই গানটিতে খোলামেলা পোশাকে নেচে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন সানি। গানটি যারা রিমেক করেছেন, সেই শাকিব-তোশির বিরুদ্ধেও এনেছেন একই অভিযোগ। ৭২ ঘণ্টার মধ্যে এই ‘অশ্লীল’ ভিডিও সরিয়ে ফেলার হুমকি দিয়েছেন বিজেপি মন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।