জুমবাংলা ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে ৪০ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চকরাজাপুর এলাকায় মাছটি ৩৪ হাজার টাকায় বিক্রি করেছেন ওয়ালিউর নামে এক জেলে।
জানা গেছে, রবিবার সকালে ৪০ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরেন তিনি। মাছটি প্রতিকেজি ৮৫০ হিসেবে বিক্রি করেছেন তিনি। ৩৪ হাজার টাকায় মাছটি কিনেছেন চকরাজাপুর চরের মাছ ব্যবসায়ী করম আলী। তিনি মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করবেন বলে জানিয়েছেন।
ওয়ালিউর রহমান বলেন, এই মৌসুমে ইলিশের তেমন দেখা মেলেনি। তবে বাগাড় মাছ ভালো পেয়েছি। গত পাঁচদিনে আমি প্রায় দুই লাখ টাকার বাগাড় বিক্রি করেছি। ইলিশের চেয়ে এই মাছের দামও ভালো পাচ্ছি। বিক্রি করতেও তেমন অসুবিধা হয় না। ব্যাপারীকে খবর দিলিই ঘাট থেকে নিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, উপজেলার মধ্যে ২৬ কিলোমিটার পদ্মা নদী রয়েছে। জেলে আছে এক হাজার ৩০৭ জন। এর মধ্যে নিবন্ধন করা জেলে রয়েছে ৮৮৫ জন। তবে বড় মাছ পাওয়ার কারণে জাটকা ধরার প্রবণতা কমে গেছে। জেলেরা এখন পদ্মায় প্রতিনিয়ত বড় মাছ ধরছেন।
এর আগেও পদ্মা নদীতে পাঁচটি বাগাড় মাছ ধরেছিলেন জেলে ওয়ালিউর। যেগুলোর ওজন হয়েছিল ৭৬ কেজি। সব মিলিয়ে পাঁচদিনে প্রায় দুই লাখ টাকার বাগাড় বিক্রি করলেন কালিদাসখালী চরের এই জেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।