জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের হিলিতে কম্বাইন হারভেস্টার (ধান কাটা) মেশিন পেলেন হাকিমপুর উপজেলার হিলির খট্রা-মাধবপাড়া গ্রামের কৃষক রাশেদুল ইসলাম। যার মূল্য ২৯ লাখ ৫ হাজার টাকা, সরকার ভর্তুকি দিয়েছে ১৪ লাখ টাকা। বৃহস্পতিবার হাকিমপুর উপজেলা চত্বরে মেশিনটি বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন।
এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম।
উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, সরকার ৫০% ভর্তুকিতে এই ধান কাটার মেশিন কৃষকদের মাঝে দিবে। আজ এই ২৯ লাখ ৫ হাজার টাকা মূল্যের মেশিনে সরকার ১৪ লাখ টাকা ভর্তুকি দিয়েছে।
তিনি আরও জানান, যদি কোনো কৃষক এই কম্বাইন হারভেস্টর মেশিন নিতে আগ্রহী হয় তাহলে তারা আবেদন করতে পারে। আশা রাখছি আবেদনের কয়েক মাসের মধ্যে সে ৫০% সরকারী ভর্তুকিতে মেশিনটি পেয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।