জুমবাংলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস’ পালন করা হবে আগামীকাল। এ উপলক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ৭টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু জাদুঘরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এছাড়া, বেলা ১১টায় বিশ^বিদ্যালয় প্রশাসনিক ভবনের প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।