জুমবাংলা ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক রাজমিস্ত্রিকে (২৪) হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। সে একই এলাকার আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নে গুচ্ছগ্রামের নির্মাণকাজের সুবাদে ওই কিশোরীর ওপর কুনজর পড়ে লম্পট রাজমিস্ত্রি মোশারফ হোসেনের। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ১৩ বছর বয়সী কিশোরী তাঁর বাড়ির পাশে ভাইয়ের বাড়িতে একা টিভি দেখছিল। এ সময় মোশারফ কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসী ধাওয়া করে পাশের ফসলের মাঠে তাকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লম্পট রাজমিস্ত্রি মোশারফকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



