কালীগঞ্জে মাদকসহ যুবক আটক, তিন মাসের জেল

কালীগঞ্জে মাদকসহ যুবক আটক, তিন মাসের জেল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে আব্দুল হাকিম বাবু (৩৫) এক যুবককে মাদকসহ আটকের পর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

কালীগঞ্জে মাদকসহ যুবক আটক, তিন মাসের জেল

শুক্রবার (১০ মে) রাতে এ দণ্ডাদেশ প্রদান করেন করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ইমাম রাজী টুলু।

এর আগে একই দিন সন্ধ্যায় উপজেলার বক্তারপুর ইউনিয়নের দক্ষিণ খৈকড়া গ্রাম থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত যুবক বাবু দক্ষিণ খৈকড়া গ্রাম মরহুম কামাল হোসেনের ছেলে।

ভ্রাম্যমান আদালতের বিচারক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই যুবককে মাদকসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গাজীপুরে গণধর্ষণের শিকার নারী,পলাতক আসামি গ্রেফতার